ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অভিষেকের অপেক্ষায় নায়করা

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২১, ০৪:২৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১৬:৪৮

সংকটকাল পার করছে ঢালিউড। করোনার কারণে অবস্থা আরো টালমাতাল। তবু আশায় বুক বেঁধে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন নতুন কয়েকজন। নবাগত চিত্রনায়ক যারা অভিষেকের অপেক্ষায় রয়েছেন তাদের নিয়ে লিখেছেন - সিহাব হাসান

আজাদ আদর ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন এ কে আজাদ আদর। শুরুর দিকে টেলিভিশনের কাজে ব্যস্ত থাকলেও এখন তার মনোযোগ শুধুই সিনেমা। মেইনস্ট্রিম সিনেমাতেই বেশি কাজ করছেন তিনি। ইতোমধ্যে ২টি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন আজাদ আদর। ইয়াসির আরাফাত জুয়েলের ‘চিৎকার’ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। দ্বিতীয় সিনেমা হলো ‘পোড়া অন্তর’। পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর থ্রিলারধর্মী এই সিনেমায় আদরের বিপরীতে রয়েছেন অরিন ও লিনা আহমেদ। ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

রিয়াদ রায়হান

২০১৪ সালে অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতার প্রথম রানারআপ ছিলেন রিয়াদ রায়হান। শুরুর দিকে টিভি নাটকে অভিনয় করেন। অবশেষে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী কবরীকে। তার পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমাটিতে অভিনয় করেন রিয়াদ রায়হান। নাট্যপরিচালক আকাশ রঞ্জনের মাধ্যমে তার খোঁজ পান কবরী। তবে রিয়ালিটি শোতে অংশ নেয়ার আগে থেকেই মঞ্চে কাজ করতেন রিয়াদ। ‘এই তুমি সেই তুমি’র পর অন্য কোনো ছবিতে কাজের কথা হয়েছে কি, এমন প্রশ্নে রিয়াদ বলেন, ‘এরই মধ্যে কিছু সিনেমায় কাজের প্রস্তাব এলেও আমি তা করতে চাইনি। আমি মূলত ‘এই তুমি সেই তুমি’ সিনেমাটি রিলিজের অপেক্ষায় রয়েছি। এ সিনেমায় দর্শকদের ফিডব্যাক কেমন আসে, সেটা দেখেই পরবর্তীতে কাজ করব। এখন কিছু টিভি নাটকে কাজ করছি।’

জিসান খান

নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সম্প্রতি বিএফডিসিতে হয়ে গেল ‘স্বপ্নের রাজকুমার’ নামে সেই সিনেমাটির মহরত। এখানেই পরিচালক ঘোষণা করেন চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন জিসান খান নামে নতুন একজন। আর পরিচালকের নামের সঙ্গে এই চিত্রনায়কের নামেরও রয়েছে খানিকটা মিল। জানা যায়, জিসান খানের পারিবারিক নাম সোহানুর রহমান সিয়াম। কিন্তু তাকে চলচ্চিত্রে জিসান খান হিসেবেই পাওয়া যাবে। ভিডিও নির্ভর প্ল্যাটফর্ম টিকটক থেকে জিসানের খোঁজ পান পরিচালক। জিসান বলেন, ‘করোনাকালে কেবল টাইমপাসের জন্য টিকটক করতাম। এর আগেও বেশ কিছু শর্টফিল্ম ও নাটকের অফার এসেছিল, আমি রাজি হইনি। কিন্তু সোহান ভাই যখন আমাকে তার সিনেমার জন্য বললেন তখন আর না করতে পারিনি। আর আমার নামটাও উনার (পরিচালক) নাম থেকেই রেখেছিলেন আমার বাবা-মা। তখন আসলে সবকিছু মিলিয়ে রাজি হয়ে যাই।’ জানা গেছে, বর্তমানে চলচ্চিত্রটির জন্য গ্রুমিং করছেন অভিনয়শিল্পীরা। আগামী বছর থেকে কাজ শুরু হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ