ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিতর্কের মুখে বন্ধ কাজ

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ০৬:৫৪

জাঁকজমক মহরতে শুরু হয় সিনেমার শুটিং, তবে মাঝ পথে ভেস্তে যায় সবকিছু। বিতর্ক কিংবা বেড়াজালে আর শেষ হয়নি শুরু হওয়া সিনেমার কাজ। এমনকি কাজ শেষ হলেও বিতর্ক কিংবা বেড়াজালে আর আলোর মুখ দেখা হয় নাই সেই ছবির।

ঢালিউডে বিতর্কের মুখে আটকে আছে বেশকিছু সিনেমা। এর মধ্যে রয়েছে শাপলা মিডিয়ার ছবি শামীম আহমেদ রনি পরিচালিত ‘কমান্ডো’। এ সিনেমায় কলকাতার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জাহারা মিতু। সিনেমাটির শুটিংও চলছিল বেশ ভালোভাবে। কলকাতায় দুই লটের শুটিং হয়েছিল। এরপর ২০২০ সালের জানুয়ারিতে এদেশের চাঁদপুরে সিনেমাটির শুটিং শুরু হয়, তখনই বাঁধে বিপত্তি। কারণ এরই মধ্যে প্রকাশ পাওয়া সিনেমাটির পোস্টার নিয়ে অভিযোগ ওঠে ধর্ম অবমাননার। আর এ কারণেই চাঁদপুরে শুটিং বন্ধ করতে হয় সিনেমা সংশ্লিষ্টদের। তবে জানা গেছে আবারো শুটিংয়ের পরিকল্পনা করছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘আগামী ডিসেম্বরে সিনেমার বাকি শুটিংয়ের পরিকল্পনা আছে আমাদের। যেহেতু ওই অংশের শুটিং হবে থাইল্যান্ডে তাই সেখানে ভিসার অনুমতির একটা বিষয় আছে। করোনার কারণে ভিসার জটিলতা এখনো চলমান। শিল্পীদের শিডিউল নেয়া থাকা সত্ত্বেও তাই শুটিং করা যাচ্ছে না। আমরা নতুন করে আরো একটি তারিখ সামনে রেখে প্রস্তুতি নিয়েছি। আশা করা যায় এবার ঝামেলা হবে না।’

এদিকে নির্মাতা বুলবুল বিশ্বাস গত বছরের শুরুতে ‘কাটপিস’ নামে একটি সিনেমার ঘোষণা দেন। এতে তিনি নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পপিকে। তবে সিনেমাটির পোস্টার প্রকাশের পরপরই এটি নিয়ে ওঠে অশ্লীলতার বিতর্ক। এছাড়া এই সিনেমার প্রযোজক নিজেই নায়ক হতে চান এমনটাও শোনা গিয়েছিল। এত সব জটিলতায় আর শুরু করা হয়নি সিনেমাটি। পরিচালক বুলবুল বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘বিতর্ক ওঠার পর সিনেমাটির কাজই আমরা শুরু করতে পারিনি। হয়ত সামনে এটা নিয়ে কাজ করব। এখন আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত।’

২০১৪ সালে আটকে যায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ ছবির শুটিং। জানা যায়, এখনো ছবির প্রায় ৩০ ভাগ কাজ বাকি। কিন্তু নায়ক-নায়িকার শিডিউল মেলানো যায়নি। ২০১৭ সালে শাকিব-অপুর বিয়ে বিচ্ছেদের কারণেই কাজটি অনিশ্চিত হয়ে পড়ে। যদিও প্রযোজক ও পরিচালক সমিতির মধ্যস্থতায় ২০২০ সালের প্রথম দিকে দু’জনকে রাজি করানো হয়েছিল। এ ছবির প্রযোজক মনির হোসেন বলেন, ‘চলচ্চিত্রের দুটি সংগঠনের মধ্যস্থতায় গত বছর কাজটি করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পরে আর করা হয়নি। এখন ছবিটা শেষ করতে আরো ৩০ লাখ টাকা লাগবে।’

তিনি আরো বলেন, ‘আগেই প্রায় এক কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন করোনাকালে সিনেমা ব্যবসার যে অবস্থা, তাতে বাড়তি টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। এছাড়া এত দিন পর শুটিং করলে আগের ফুটেজের সঙ্গে নায়ক-নায়িকার এখনকার চেহারা মিলবে না। শেষ করলেও বিনিয়োগের অর্ধেকও তুলে আনা যাবে না। ছবিটি নিয়ে কী করব, মাথায় আসছে না।’

বন্ধ রয়েছে শাকিব খানের আরেকটি ছবি বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’র শুটিংও। গানসহ প্রায় ১৫ শতাংশ শুটিং বাকি ছিল। কিন্তু ক্যাসিনো কেলেঙ্কারিতে এখনো কারাবাসে ছবিটির প্রযোজক এনামুল হক আরমান। দুই বছর ধরে আটকে আছে এ ছবি। এর মাঝে বেশ কয়েকবার বাকি কাজ শেষ করার উদ্যোগ নেন পরিচালক। কিন্তু প্রযোজক জেলে থাকায় বিনিয়োগের অভাবে তা আর সম্ভব হয়নি। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘মাঝে বেশ কয়েকবার শুটিং করতে চেয়েছিলাম। লোকেশনও দেখেছিলাম। নতুন করে আবার ভাবছি।’

এদিকে মাহিয়া মাহি, পিয়া জান্নাতুল, তানভির অভিনীত ‘স্বপ্নবাজি’ ছবিটির শুটিং আটকে আছে প্রায় দেড় বছর। পরিচালক বর্তমানে অন্য সিনেমা নিয়ে ব্যস্ত। মাত্র ৫ দিন শুটিং হয়েছিল ‘স্বপ্নবাজি’র। পরে কবে শুটিং হবে, তার নিশ্চয়তা দিতে পারেননি ছবির প্রযোজক।

একই অবস্থা সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার। ইমন ও ববিকে নিয়ে মাত্র দুটি গানের শুটিং করা হয়েছিল ছবিটির। প্রায় দেড় বছর হলো ছবিটির বাদ-বাকি শুটিং আটকে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছবির এক অভিনয়শিল্পী জানান, এই ছবির বাজেট প্রায় কোটি টাকার ওপরে। এই মন্দাবস্থায় প্রযোজক আর টাকা বিনিয়োগ করতে রাজি নন। তাই ছবিটি শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৯ সালের মাঝামাঝি আটকে যায় আরেক সিনেমা ‘ঢাকা ২০৪০’র কাজ। এটির পরিচালক দীপংকর দীপন বর্তমানে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ‘ঢাকা ২০৪০’ প্রসঙ্গে দীপন বলেন, ‘ছবির কাজ পুরোপুরি স্থগিত। প্রযোজক এগিয়ে না এলে কীভাবে শেষ হবে?’ এই ছবিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, বাপ্পী চৌধুরী প্রমুখ।

এদিকে চলচ্চিত্র অঙ্গনে চিত্রনায়িকা পপির কোনো খোঁজ নেই। নায়িকার এমন নিখোঁজ হওয়ার কারণে বন্ধ আছে রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাজ। জানা গেছে, সিনেমাটির অল্প কিছু কাজ বাকি। কিন্তু নায়িকার অনুপস্থিতিতে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ