ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বীকৃতি পেলেন বাঁধন

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ০৩:৩৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১, ০৩:৩৫

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন আজমেরী হক বাঁধন। একই সঙ্গে অ্যাপসায় দ্বিতীয় সেরা পুরস্কার জিতেছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

দেশটির কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে গত বৃহস্পতিবার অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন পেয়েছিল। এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’।

এবছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জন মনোনয়ন পান, বাঁধন তাদের একজন। পরে চূড়ান্ত বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবির ‘রেহানা’ আজমেরী হক বাঁধন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে প্রশংসিত হন বাঁধন। এবার অ্যাপসার মতো বড় আসর থেকে দুটি পুরস্কার জিতে নেয় ছবিটি।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধনসহ আরো অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী। গতকাল দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ