মহামারি করোনায় নেমে আসা দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ফের মুখর হচ্ছে সংগীতাঙ্গন। কনসার্টে ফিরছেন শিল্পীরা। গত অক্টোবরের শুরুতে করোনার এই নতুন স্বাভাবিক জীবনব্যবস্থায় নেসক্যাফ আয়োজন করেছিল ‘কফি কার্নিভ্যাল’। এই কনসার্টে পারফর্ম করে আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েডরাফা, সাভেজেরি, আরেকটা ব্যান্ড ও এনকোর। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুবই উচ্ছ্বসিত ছিলেন ব্যান্ডশিল্পীরা। আর সংগীতপ্রেমীরাও গানের সুরে ফিরে গিয়েছিলেন পুরনো দিনে। শ্রোতা থেকে শিল্পী, সবাই ছিলেন ভীষণ উৎফুল্ল।
এরপর গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘সহিংসতাবিরোধী কনসার্ট’। করোনার পর এটিই প্রথম কোনো ওপেন এয়ার কনসার্ট। এই কনাসার্টে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার শ্রোতার সমাগম ছিল কনসার্টে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত প্রায় ১টা পর্যন্ত এতে পারফর্ম করে বিভিন্ন ব্যান্ড ও একক শিল্পীরা।
কনসার্ট মাতিয়ে তোলে শিরোনামহীন, মেঘদল, শহরতলী, সহজিয়া, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন, বুনোফুলসহ আরো অনেক একক শিল্পীবৃন্দ। তাদের মধ্যে ছিলেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য। প্রাণবন্ত এই কনসার্টের ভিডিও ও ছবি তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এদিকে চলতি নভেম্বরে রাজধানীতে রয়েছে আরো একাধিক কনসার্টের আয়োজন। করোনার কারণে দীর্ঘদিন কনসার্টে ছিলেন না রকস্টার জেমস। এই সময়টা তিনি ফটোগ্রাফি করে কাটিয়েছেন। ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে গান করেছিলেন ‘নগর বাউল’খ্যাত জেমস। এরপর ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর আর গানে দেখা যায়নি এই রকস্টারকে। পরে এক বছরের বিরতি ভেঙে চলতি বছরের ১২ মার্চ একটি কনসার্টে গান করেন জেমস। তারও আগে ৫ মার্চ একটি করপোরেট শো করেন এই রকস্টার।
দীর্ঘ বিরতির পর আজ জেমসকে আবারো পাওয়া যাবে কনসার্টে। ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। এই কনসার্টে অংশ নেবে নগর বাউলসহ বাংলাদেশের শীর্ষ ৮ ব্যান্ড। থাকছে আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকেট কেনা যাবে।
এছাড়া গত ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী একটি চ্যারিটি কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য শারীরিক অসুস্থতায় ভুগছেন। মূলত তার চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে গান পরিবেশন করে শিরোনামহীন, জলের গান, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, ম্যাকানিক্স, বাংলা ফাইভ ব্যান্ড, পরাহ, আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, সিন, ইট্রোইট, স্যাভাগেরি, চিত্রপট, ফিউসড, কাল, গল্লি বয় তাবিব-রানা, কৃষ্ণপক্ষ ও চাঁদের গাড়ি। যদিও দ্বিতীয় দিনে অনাকাক্সিক্ষত একটি ঘটনায় ভেস্তে যায় সেদিনের আয়োজন।
এদিকে শীতকাল আসছে। আর শীত মানেই কনসার্টের ধুম। শোনা যাচ্ছে, ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’। এ নিয়ে ইতোমধ্যে প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়েছে ব্যান্ডগুলোর মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যান্ডই তাদের প্রোফাইলে শেয়ার করছেন ঢাকা রক ফেস্টের কথা। এমনকি ভক্তরাও ব্যান্ডের ফ্যান পেজগুলোতে জানান দিচ্ছে এই আয়োজনের। এমন উন্মাদনায় বোঝা যায়, কনসার্টে মসপিট আর হেডব্যাঙ্গিংয়ে মেতে ওঠার তুমুল আনন্দে রয়েছে ব্যান্ডসংগীত শ্রোতারা।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ