ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড়পর্দায় তমার ‘খাঁচার ভেতর অচিন পাখি’

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২১, ০৫:২৪
অভিনেত্রী তমা মির্জা

গত ২১ অক্টোবর দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেয়েছিল নির্মাতা রায়হান রাফীর অরিজিনাল ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’। মুক্তির পর থেকে বেশ আলোচনায় আছে ছবিটি। পাচ্ছে দর্শকের প্রশংসা। এ সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তার সঙ্গী ফজলুর রহমান বাবু।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির ২০ দিন পর গত সোমবার চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হয় স্টার সিনেপ্লেক্সের বড়পর্দায়। চলচ্চিত্র নির্মাতা ও চরকির সিইও রেদওয়ান রনির উপস্থাপনায় এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিডিয়াস্টার লিমিটেডের ডিরেক্টর ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেতা সিয়াম আহমেদ, মোস্তফা মনোয়ার, ইয়াশ রোহান, সোহেল ম-ল, চিত্রনায়িকা তমা মির্জা, দীঘি, সাফা কবির, সুনেহরা বিনতে কামাল, সংগীতশিল্পী কনা প্রমুখ।

অনুষ্ঠানে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানান পরিচালক রায়হান রাফী। তিনি বলেন ‘অন্যান্য সিনেমায় কিছু কিছু নেগেটিভ রিভিউ পেলেও ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ৯৯ ভাগই ইতিবাচক রেসপন্স পাচ্ছি। আগে এমন হয়নি। এজন্যই বড়পর্দায় প্রদর্শনে অনুপ্রাণিত হয়েছি। যেহেতু বড়পর্দায় প্রদর্শন করা হচ্ছে, শিগগির চেষ্টা করা হচ্ছে সিনেমা হলে মুক্তি দেয়ার। নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই ইচ্ছে রয়েছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ যেন হলে মুক্তি পায়।’

পরিত্যক্ত এক কারখানায় আটকা পড়া দু’জন মানুষকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প, যাদের একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে তাদের বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টার গল্প নিয়েই ‘খাঁচার ভিতর অচিন পাখি’।

এতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী তমা মির্জার ভাষ্য, ‘সব মিলে দারুণ একটি টিমের সঙ্গে কাজ করেছি আমরা। যখন ভালো ভালো শিল্পীর সঙ্গে কাজ করা হয়, তখন কাজটা আলটিমেটলি বেরিয়ে আসে। আমার জায়গা থেকে আমি শতভাগ চেষ্টা করেছি। আমার যতটুকু কমতি ছিল, বাবু ভাই, রাফি ভাইয়ের মুনশিয়ানায় তাও পূরণ হয়ে গিয়েছে।’

সিনেমাটিতে বাবু-তমাসহ আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার প্রমুখ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ