স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জোহা হল কথা কয়’ নাটক মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা ৬ টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ শামসুজ্জোহা হলে নাটকটি মঞ্চায়িত হবে।
জানতে চাইলে গণহত্যা পরিবেশ থিয়েটারের নির্দেশক এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, নাটকটিতে পুরো জোহা হলকে ভেন্যু হিসেবে কাজে লাগিয়ে পরিবেশ সৃজন করা হবে। এতে অভিনয় করবে দুইশত একুশ জন কলাকুশলী। নাটকটি সম্পন্ন বা মঞ্চস্থ করতে জোহা হলের মাঠ, বিভিন্ন রুম, বারান্দাকে ব্যবহার করা হবে। ৭১ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটিতে একাত্তরে জোহা হলে পাক হানাদার বাহিনী যে তান্ডব লীলা চালিয়েছে তাই ফুটিয়ে তোলা হবে।
অধ্যাপক আতাউর রহমান বলেন, নাটকটি সবার জন্য উন্মুক্ত থাকবে। হলের দুই ব্লকের মাঝের ফাঁকা জায়গায় বসে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন। এছাড়া হলের বাইরে দর্শকদের জন্য নাটকটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। চিত্রধারণের জন্য ৬টি ক্যামেরা সংযুক্ত থাকবে। দর্শকদের সুবিধার্থে নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
অধ্যাপক আতাউর রহমান আরও বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশের ৬৪টি জেলাতে গণহত্যা সংগঠিত হয়েছে এমন জায়গাতে সে আবহ তৈরি করে নাটক মঞ্চস্থ করছে। যেহেতু রাজশাহীতে জোহা হলকে কেন্দ্র করে একাত্তরের অনেক ঘটনা ঘটেছে তাই আমরা জোহা হলকে বেছে নিয়েছি। আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। এখন আমাদের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।হলের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন বলেন, নাটকটি যেহেতু জোহা হলের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া এটি হলের জন্য অনন্য ইতিহাসও হয়ে থাকবে। তারই ধারাবাহিকতায় নাট্য নির্দেশক যেমনভাবে চেয়েছেন আমরা সেভাবেই সহযোগিতা করছি। এক্ষেত্রে বিশেষ করে আমার হলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সহযোগিতা করছে। তাদের হয়তো অনেকের পরীক্ষা চলছে তবুও নাটকটি সম্পন্ন করতে আমাদের সর্বাত্নক সহযোগিতা করছে। এজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, রাবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন নাট্য সংগঠন, রাজশাহী মহানগরীর নাট্য-নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এতে অংশগ্রহণ করবে। নাটকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় রাজশাহী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মঞ্চস্থ হবে নাটকটি।নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ