ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩৫ দিন পর শাকিবের ঢাকায় ফেরা

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২১, ০৯:২২

এখনো শেষ হয়নি সিনেমাটির পুরো কাজ। তবে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে শাকিব-পূজা চেরির অংশের কিছু দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে, নির্মাতা এসএ হক অলিকের ‘গলুই’ সিনেমার কথা। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এতে ‘মালা’ চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। আর শাকিব খান অভিনয় করছেন ‘লালু’ চরিত্রে। জানা যায়, টানা ৩৫ দিন জামালপুরে শুটিং শেষে গত শনিবার ঢাকায় ফিরেছেন শাকিব খান।

শাকিব খান বলেন, ‘গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে গলুই হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।’

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘গলুই’। সিনেমাটির গল্প লিখেছেন খোরশেদুল আলম খসরু। ‘গলুই’ প্রসঙ্গে নির্মাতা অলিক জানান, শাকিব-পূজার অংশের কাজ শেষ হয়েছে। বাকি শিল্পীদের কিছু কাজ বাকি আছে।

শাকিব খান প্রসঙ্গে এসএ হক অলিক বলেন, ‘তিনি সবসময় ফ্রেন্ডলি ছিলেন। যখন যেভাবে তাকে চেয়েছি সেভাবে স্ক্রিনে নিজেকে উপস্থাপন করেছেন। পূজাও ভালো করেছেন। এ জুটির কেমিস্ট্রির সবকিছুর উত্তর মিলবে ‘গলুই’ মুক্তি পেলে।’

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরি বলেছিলেন, ‘আমি নিজেও জানি না কীভাবে পেরেছি! নিজের ওজন বাড়িয়েছি। যে আমি ওজন ১ কেজি থেকে ২ কেজি বাড়লেই পাগল হয়ে যেতাম সে আমি ওজন বাড়িয়ে ফেলেছি ৪ থেকে ৫ কেজি। এই হচ্ছে প্রথম প্রস্তুতি।’

পূজা চেরি আরো বলেন, ‘এ সিনেমার গল্প এখনকার সময়ের না। কিছু বছর আগের কাহিনি। গল্পের জন্য আমাকে অনেক পেছনে যেতে হয়েছে। ওই সময়ের চরিত্র নিয়ে স্টাডি করতে হয়েছে। কথা বলার ধরন, হাঁটাচলা সবকিছু আয়ত্ত করতে হয়েছে।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ