ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬

স্টেজে ফিরছেন সাবিনা ইয়াসমিন

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ০৬:০০

যুক্তরাষ্ট্র সফরে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। জানা যায়, গত ৫ নভেম্বর নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি। প্রায় দেড় মাস সেখানে থাকবেন এবং বিভিন্ন রাজ্যের শোতে অংশ নেবেন। করোনার কারণে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে সফরে যাননি এই গানের পাখি। এবার গেলেন দীর্ঘ সফরে। শো টাইম মিউজিকের আয়োজনে সেখানে শোগুলোতে অংশ নেবেন সাবিনা।

জানা গেছে, নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে আজ সন্ধ্যায় একটি শোতে গান করবেন এই সংগীতশিল্পী। এরপর চলতি মাসের ২৩ তারিখ অংশ নেবেন আটলান্টিক সিটির একটি শোতে।

আগামী ২৭ নভেম্বর তিনি গান গাইবেন ওয়াশিংটনের ফোবানার জমকালো আয়োজনে। আর ৪ ডিসেম্বর তিনি নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন। সবশেষ ১১ ডিসেম্বর সাবিনা সংগীত পরিবেশন করবেন টেক্সাসে।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘সাবিনা ইয়াসমিন আপার মতো কিংবদন্তি সংগীতশিল্পীকে নিয়ে আমরা অনেক দিন পর শো আয়োজন করতে যাচ্ছি। করোনা মহামারির কারণে মাঝে আমরা শো আয়োজন খুব বেশি করতে পারিনি। তবে এখন থেকে শুরু করছি আমরা। তারই ধারাবাহিকতায় সাবিনা আপার এই দেড় মাসের সফর।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘করোনার কারণে ঘর থেকেই তেমন বের হইনি। দেশের শোতেও তেমন অংশ নেইনি। তবে পরিস্থিতি এখন আগের থেকে ভালো। এবার যুক্তরাষ্ট্র সফরে এসেছি দীর্ঘ সময় পর। ভালো লাগছে এখানে এসে। বেশকিছু রাজ্যের শোতে অংশ নেব। আশা করছি ভালো সফর হবে এটি। শো’র পাশাপাশি এখানে আমার আপনজন রয়েছেন, বন্ধু-বান্ধব রয়েছেন, তাদের সঙ্গে দেখা হবে আশা রাখি। বিভিন্ন স্থানে ঘুরতেও যাব শো এর ফাঁকে ফাঁকে। এই সফর ভালোভাবে শেষ করে যেন দেশে ফিরতে পারি সবাই সেই দোয়া করবেন।’

সাবিনা আরো বলেন, ‘করোনা মহামারি আমাদের অনেক ভুগিয়েছে। অনেকটা সময় চলে গেছে। প্রিয়জনদের হারিয়েছি আমরা। সবদিক দিয়ে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এখন একটাই চাওয়া, সব যেন আগের মতো হয়ে যায়। শিল্পীরা যেন তাদের ছন্দে ফিরতে পারেন। আল্লাহর কাছে এই দোয়া সব সময় করি।’

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ