ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আবার রুবেলের ‘লড়াকু’

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ০৬:১১

পরিচালক শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবির মাধ্যমে ১৯৮৬ সালে নায়ক হিসেবে অভিষেক ঘটে মাসুম পারভেজ রুবেলের। এরপর ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘উত্থান পতন’, ‘ডন’, ‘ঘাতক’, ‘অপহরণ’, ‘দুঃসাহস’, ‘ভ-’সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করলেও অনেক দর্শক তাকে ‘লড়াকু’ নায়ক হিসেবেই মনে রেখেছেন।

দীর্ঘ চার দশক পর তাই আবার ‘লড়াকু’ রিমেক করতে যাচ্ছেন নায়ক রুবেল। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনা ও পরিচালনাও করবেন তিনি। এর মধ্যে চূড়ান্ত করেছেন সিনেমাটির অভিনয়শিল্পীও। এ বিষয়ে নভেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

পরিচালনায় অবশ্য নতুন নন রুবেল। এর আগে ‘বাঘের থাবা’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘অন্ধকারে চিতা’সহ ১৭টি ছবি পরিচালনা করেছেন। তবে পরিচালনার অভিজ্ঞতা থাকলেও ‘লড়াকু’ রিমেক করা বড় চ্যালেঞ্জ মনে করছেন এই চিত্রনায়ক।

রুবেল বলেন, ‘আমিসহ বেশ কয়েকজন অভিনেতার ক্যারিয়ার তৈরি হয়েছিল এই ছবি দিয়ে। শহিদুল ইসলাম খোকনও এই ছবি দিয়ে সর্বস্তরে গ্রহণযোগ্যতা পান। বাংলা ছবির ইতিহাসে ‘লড়াকু’র স্থান অনন্য উচ্চতায়। ফলে নতুন করে নির্মাণের আগে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।’

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ