ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রেম কাহনের গন্তব্য ওটিটি

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ০৭:২১

সম্প্রতি নির্মাতা রুবেল আনুশের সিনেমা ‘প্রেম কাহন’ প্রেক্ষাগৃহে অপ্রদর্শনযোগ্য বলে ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। জানা গেছে, ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু করেছিলেন নির্মাতা। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নায়িকা শিমলা এবং ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত অভিনেতা মামুন। নির্মাণের দীর্ঘ ৭ বছর নানা টানাপোড়েন শেষে সম্পন্ন হয় সিনেমাটির কাজ। এরপর মুক্তির অনুমতির জন্য জমা দেয়া হয় সেন্সর বোর্ডে।

গত ২৭ অক্টোবর সিনেমাটি দেখেন সেন্সর বোর্ড সদস্যরা। দেখার পর কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি প্রকাশ করেন তারা। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘আমরা সকল সদস্য আরেকবার বসে সিনেমাটি নিয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাধারণের জন্য প্রদর্শনের উপযুক্ত নয় বলে সিদ্ধান্ত নেয়া আছে।’

কী কারণে অপ্রদর্শনযোগ্য হচ্ছে ‘প্রেম কাহন’? জানা যায়, এই সিনেমার কিছু বিষয় নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। এর গল্পে লাশের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম এবং মাত্রাতিরিক্ত গালাগালি রয়েছে। যেগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয় বলে মনে করেন সেন্সর বোর্ডের সদস্যরা। তাই অপ্রদর্শনযোগ্যের সিদ্ধান্ত।

সিনেমাটি প্রসঙ্গে রুবেশ আনুশ বলেন, ‘এতে অসম প্রেম দেখানো হয়েছে। এছাড়া সত্য ঘটনার কিছু বিষয় আছে। যেগুলো আমরা মাঝেমধ্যেই খবরের কাগজে শুনতে পাই। যেমন লাশকাটা ঘরে ডোম লাশের সঙ্গে সেক্স করছে এমন একটা বিষয় রয়েছে। হিন্দু-মুসলিম প্রেমের একটি গল্প আছে। যদিও সিনেমায় অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল সেগুলো মিউট করে দিয়েছি। তারপরও তারা আপত্তি তুলেছেন।’

রুবেল আনুশের সঙ্গে কথা হলে শতাব্দীর শোবিজকে তিনি বলেন, ‘এখনো বোর্ডের চিঠি পাইনি। আজ (গতকাল) পাওয়ার কথা আছে। আন অফিসিয়ালি খবরটি শুনেছি। অনেকে আপিল করার কথা বলছেন। কিন্তু আমি আপিল করব না। কারণ তারা যে কারেকশন দেবে তাতে গল্প আর গল্প থাকবে না।’

বিকল্প কিছু ভেবেছেন, এমন প্রশ্নে রুবেল আনুশ বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেব বলে ভাবছি। কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’

প্রসঙ্গত, ‘প্রেম কাহন’ সিনেমায় শিমলা-মামুন ছাড়া আরো অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া প্রমুখ। এটি এই নির্মাতার প্রথম পরিচালিত সিনেমা।

রুবেল আনুশ জানান, ‘পাপ নামা’ আরো একটি সিনেমা বানিয়েছেন তিনি। এটার পুরো কাজ এখনো শেষ হয়নি। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ মনিরা মিঠু। এতে তাকে মা ও মেয়ে দুটি চরিত্রেই দেখা যাবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ