ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ০৬:১৩
সংগৃহীত ছবি

অবশেষে আগামী ১২ নভেম্বর দেশে মুক্তি পাচ্ছে কান চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এ উপলক্ষে সম্প্রতি ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

দিল্লিতে তিনি বলিউডের আলোচিত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামে ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এই ছবির কাজ চলাকালেই বাঁধন ঘোষণা দিয়েছিলেন ‘খুফিয়া’র কাজে বিরতি দিয়ে শিগগিরই দেশে ফিরবেন। বলেছিলেন, ‘রেহানা মরিয়ম নূর’ তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। তাই যত ব্যস্ততাই থাকুক, ছবির মুক্তির ক্ষণটিতে তিনি দেশে থাকবেন।

সেই কথা রাখতেই সম্প্রতি বলিউড ছবির কাজে বিরতি নিয়ে দেশে ফিরেছেন তিনি। এখন তার চাওয়া ছবি মুক্তির মুহূর্তটি দর্শকের সঙ্গে থাকা এবং তাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহম্মদ সাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। তার পাশাপাশি ছবির অন্যান্য চরিত্রে আছেন, সাবেরী আলাম, আফিয়া জাহিনা জাইমা, কাজী সামি হাসান, জোপারি লু, জাহেদ চৌধুরী, ফারাজানা, খুশবু প্রমুখ।

ছবির কাহিনি গড়ে উঠেছে ৩৭ বছর বয়সী এক মেডিকেল শিক্ষিকাকে কেন্দ্র করে। রেহানা মরিয়ম নূর নামে সেই শিক্ষিকা একজন সিঙ্গেল মা এবং কঠিন জীবন যাপনে অভ্যস্ত। হঠাৎ করেই তিনি এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। যার পরিপ্রেক্ষিতে বদলে যেতে থাকে তার চলমান জীবনের রূপরেখা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি দেশীয় দর্শকের কাছেও এই কাহিনি ও চরিত্র দাগ কাটবে বলে আশা প্রকাশ করেছেন এর শিল্পী-কলাকুশলীরা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ