চরিত্রের জন্য অভিনেতাদের চ্যালেঞ্জ নেয়া নতুন কোনো বিষয় নয়। এমনও হয়, একটা চরিত্রের খোলসের ভেতরে এমনভাবে ঢুকে যান তারকারা যে সেখান থেকে বেরোতেও একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন বলিউডের জাহ্নবী কাপুর।
সম্প্রতি মালয়ালম ছবি ‘হেলেন’র হিন্দি রিমেকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন মথুকুট্টি জেভিয়ার। একটি শিডিউলের শুটিং করতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত বলে জানান জাহ্নবী।
অভিনয়ে যে তিনি এখনো পাকাপোক্ত নন, সে কথা জানেন শ্রীদেবী-তনয়া। তবে তার পরিশ্রমে কোনো ফাঁক থাকে না। ভারতীয় গণমাধ্যমে জাহ্নবী বলেন, ‘কাজের বিষয়ে আমি সিরিয়াস। যদি শুটিং করতে গিয়ে চরিত্রটা শারীরিক ও মানসিকভাবে আমাকে নিংড়ে না নেয়, তখন মনে হয় কোথাও খামতি থেকে যাচ্ছে। এই ছবির একটি শিডিউলের শুটিংয়ে আমার তেমনই মনে হয়েছিল।’
পরিচালক জেভিয়ারের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জাহ্নবীর ভাষ্য, ‘মথু স্যার আমাকে চাপ নিতে বারণ করছেন। বলেছেন, চাপমুক্ত হয়ে যেন কাজ করি। কিন্তু যতক্ষণ না আমি আশা-আশঙ্কার মধ্যে থাকি, মনে হয় কাজটা ঠিকমতো হয়নি।’
উল্লেখ্য, বর্তমানে জাহ্নবীর হাতে ‘হেলেন’ ছাড়াও রয়েছে ‘গুড লাক জেরি’ এবং ‘দোস্তানা টু’-এর মতো আরো দুটি ছবির কাজ।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ