২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’র যাত্রীদের জিম্মি করা হয় আকাশে। দেশ তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেও এটি নিয়ে হয়েছে তুমুল সমালোচনা।
ছিনতাই চেষ্টার সে ঘটনায় জড়িত ছিলো ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। এবার এটি নিয়েই নির্মাণ হচ্ছে চলচ্চিত্র। এটি তৈরি করছেন ‘পদ্মাপুরাণ’খ্যাত পরিচালক রাশিদ পলাশ। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা।
এ প্রসঙ্গে সিমলা বলেন, ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ