ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকার বাইরে ব্যস্ত তারকারা

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ০৬:৫৭
সংগৃহীত ছবি

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে শোবিজ জগতে। পুরোদমে চলছে সিনেমার শুটিং। তবে বেশির ভাগ সিনেমারই শুটিং হচ্ছে আউটডোরে। আগে যেমন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ থাকতো সিনেমার স্টার-সুপারস্টারদের পদচারণায় মুখর, এখন আর তেমনটা নেই। এমনও দিন গেছে, একই সঙ্গে বিভিন্ন ফ্লোরে পাঁচ-ছয়টি ছবির শুটিং চলেছে। শিল্পী, পরিচালক, প্রযোজক আর কলাকুশলীতে গমগম করতো এফডিসি। এমনকি প্রিয় তারকার শুটিং দেখতে আসা উৎসুক জনতার ভিড় সামলাতে মূল ফটকে নিরাপত্তাকর্মীরা হিমশিম খেতেন। এখন সব অতীত।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এফডিসিতে শুটিং করাটা ব্যয়বহুল হয়ে উঠেছে। ফ্লোর ভাড়া থেকে শুরু করে ক্যামেরা, লাইট, সম্পাদনা, কালার গ্রেডিংয়ে যে খরচ, বাইরে তা অনেক কম, সুযোগ-সুবিধাও অনেক বেশি। সিনেমার বর্তমান মন্দাবস্থায় খরচ কমাতে প্রযোজকরা তাই এফডিসির বাইরে কাজ করতেই আগ্রহী বেশি।

জানা গেছে, কয়েক বছর ধরে কোনো কোনো মাসে মাত্র এক-দুটি ছবির অংশবিশেষের শুটিং হয়েছে। তবে সিনেমার বাইরে মাঝেমধ্যে কিছু বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠানের শুটিং হয়। জানা গেছে, গত মাসে এফডিসিতে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘বুবুজান’ ও ‘জয় বাংলা’ নামে মাত্র তিনটি ছবির শুটিং হয়েছে। সেটাও মাত্র পাঁচ-ছয় দিন। এরপর ‘ভাঙন’ সিনেমার শুটিং হয়। কয়েকদিন আগে ‘সোনার চর’ সিনেমার একটি গানের শুটিং হয়। অথচ এই সময়ে হাফ ডজন সিনেমার শুটিং চলছে এফডিসি তথা ঢাকার বাইরে।

পরিচালক অরুণ চৌধুরী ‘জলে জ্বলে তারা’ নামে একটি ছবির শুটিং করছেন মুন্সিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে। অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’ ছবিটির কাজ হয়েছে তেপান্তর স্টুডিওতে। পরিচালক জাহিদ হোসেন ‘সোনার চর’ ছবির কাজ করেছেন তেপান্তরের পর এফডিসিতে। এসএ হক অলিক ‘গলুই’ ছবির কাজ করছেন জামালপুর এলাকার যমুনা নদীর বিভিন্ন লোকেশনে। এই ছবিতে লালু মাঝির চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। আর তাকে দেখতে মানুষের ঢল নামে শুটিং সেটে।

শাকিব বলেন, ‘গাড়ি থেকে নামতেও ভয় পাচ্ছিলাম। আমার ২১ বছরের অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি।’ শাকিবের বিপরীতে এ ছবিতে আছেন পূজা চেরি।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছেন ‘গুনিন’ ছবির। শাপলা মিডিয়ার দুটি ছবির কাজ হচ্ছে চাঁদপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেখানে রয়েছেন ভারতীয় তারকারাও। ছবি দুটি হলো ‘পিয়া রে’ ও ‘মানব দানব’। শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী অপূর্ব রায় জানিয়েছেন, এখন লোকেশনে রয়েছেন বনি সেনগুপ্ত ও নবাগত শালুক। এই ছবিটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।

গাজীপুরের পূবাইলে শামীম আহমেদ রনীর পরিচালনায় চলে ‘নরসুন্দরী’ সিনেমার শুটিং। এই সিনেমায় অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সেখানেও লোকেশনে ছিল মানুষের উপচে পড়া ভীড়। ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাইমন লিখেছেন, ‘ অহংকার কীসের? চলুন মাটি হয়ে যাই। মাটিতেই জন্ম, মাটিতেই শেষ।’

পাবনায় শুরু হয়েছিল সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’র শুটিং। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী। আর এই সিনেমার শুটিং দেখায় উৎসুক মানুষের এত বেশি ভীড় ছিল যে শুটিং না করেই ঢাকায় ফেরে পুরো ইউনিট।

কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হলে জানা যায়, এফডিসির বর্তমান ঘেরাটোপের চেয়ে প্রকৃতিকেই নির্মাতারা প্রাধান্য দিচ্ছেন বেশি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ