ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শুটিংয়ে অভিনেতার গুলিতে চিত্রগ্রাহক নিহত 

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ১৭:৩১ | আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১৭:৩৪
নিহত চিত্রগ্রাহক হ্যালেনা হাটচিনস

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে পরিচালক জোল সুজার নতুন ছবি ‘রাস্ট’-এর শুটিং চলছিল। এই ছবির একটি গোলাগুলির দৃশ্যে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ ছবির অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে বিপত্তি, অভিনেতার হাতে থাকা প্রপসের বন্দুক থেকে বেরিয়ে আসে সত্যিকারের বুলেট। সঙ্গে সঙ্গে মারা যান ছবির প্রধান চিত্রগ্রাহক হ্যালেনা হাটচিনস। গুরুতর আহত হন ছবির পরিচালক জোল সুজা। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিবিসি।

তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে মেক্সিকো পুলিশ। আপাতত তদন্ত চলছে। খেলনা বন্দুকের মধ্যে কী উপাদান ছিল এবং বন্দুক শুটিং সেটে গেল কীভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আপাততো ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। অ্যালেক বল্ডউইনকে থানার বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে। অভিনেতার এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা। নকল বন্দুক থেকে ফাঁকা গুলি চালাতে গিয়েছিলেন বল্ডউইন। অভিনেতা নিজেই গোয়েন্দাদের সঙ্গে এসব নিয়ে কথা বলে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ