‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে ২০১৫ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এবার এমবিবিএস পাস করেছেন ঐশী। গতকাল ঐশীর এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যেখানে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আর এই স্বপ্ন পূরণ হওয়ায় ঐশীর পরিবারে বইছে আনন্দের বন্যা। বন্ধু-শুভাকাক্সক্ষীদের অনেকেই ঐশীকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন। এমবিবিএস পাসের ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ঐশী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি এখন ডাক্তার ঐশী।’
ঐশী আরো বলেন, ‘আজকের (১৮ অক্টোবর) দিনটি আমার জীবনের অন্যতম সেরা। ডাক্তারী পড়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখে আসছি। অনেক ত্যাগ, পরিশ্রম আর কষ্টের ফল আজকের এই অর্জন। এই সময়টায় বিভিন্নভাবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এদিকে, গতকাল ছিল রক আইকন আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী। দিনটিতে প্রয়াত সংগীতশিল্পীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে কিংবদন্তিকে স্মরণ করে ঐশী লিখেছেন ‘আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে বাচ্চু স্যারের শেষ জ্যামিং আমার সঙ্গে। এবং স্যারের শেষ কনসার্ট ‘শেকড়ের সন্ধানে’তে রংপুর জেলা স্কুল মাঠে আমার থাকার সৌভাগ্য হয়েছে ‘তাপস এন্ড ফ্রেন্ড’র একজন সদস্য হিসেবে।’
আরো লিখেছেন, ‘আমার মতো একজন নতুন প্রজন্মের মানুষকে তিনি যতটুকু স্নেহ এবং সাহস দিতেন তা সব সময় আমাকে অবাক করতো। একজন এত বড় মাপের মানুষ কতটা বিনয়ী হতে পারেন! দেখা হলেই প্রথম প্রশ্ন থাকতো স্যারের, ‘তুই ডাক্তার কবে হবি?’
উল্লেখ করে ঐশী বলেন, ‘শিখেছি স্যার আপনার কাছ থেকে। আপনি আছেন আমাদের মাঝে, থাকবেন চিরকাল।’ উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে ভর্তি হন মেধাবী এই তরুণী। ২০২০ সালের নভেম্বরেই তার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার এই সাফল্য অর্জন করলেন এই গায়িকা।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ