ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সরল বিশ্বাসে ঠকেছি, আইনি সহায়তা চাইলেন চাঁদনী

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ০১:২৭

দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘অসমাপ্ত চা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আবার পর্দায় নিয়মিত হচ্ছেন। তবে নিজের ফেসবুক আইডি হারিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমকে চাঁদনী বলেন, সরল বিশ্বাস করে ঠকেছি। আমারই পরিচিত কোরিওগ্রাফার এক ছোট ভাই ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য নেয়। তার কয়েকদিন পর আইডি ফেরত দিলেও আইডিতে প্রবেশের জন্য একটি সিক্রেট কোড চায়। আমি বারবার কোড চাইলেও কোডটি দেয়া হচ্ছে না। কোড চাইলে একেক সময় একেক কথা বলে। এর জন্য আমার থেকে বিকাশে টাকাও নিয়েছে। এই আইডিতে আমার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট রয়েছে। আইডি চাইলে খারাপ ব্যবহার করছে। শুনেছি ওই ছেলের নামে সাইবার ক্রাইমে বেশকিছু অভিযোগ রয়েছে। এমন অবস্থায় আইডি ফেরত পেতে আইনি সহায়তা চাই।

২০২০ সালের ১২ নভেম্বর থেকে ফেসবুক আইডি ও জিমেইল তার নিয়ন্ত্রণে নেই বলে জানান চাঁদনী। আইডিতে ক্রেডিট কার্ড’সহ বেশকিছু প্রয়োজনীয় কাগজ রয়েছে, যার জন্য চিন্তিত তিনি। আইডি উদ্ধারের জন্য চলতি বছরের ২৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সাইবার ক্রাইমে বিষয়টি অবগত করেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘দুখাই’র মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়। তার অভিনীত সিনেমার মধ্যে আরও রয়েছে ‘লালসালু’ ও ‘জয়যাত্রা’।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ