ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরেকটু সময় নিতে চান দীঘি 

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২১, ০১:১৫
নায়িকা দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে দশর্কদের হৃদয় স্পর্শ করেন। এছাড়াও কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। কাবুলীওয়ালায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর একে একে শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেন।

মাঝে দীর্ঘ বিরতি নিয়ে শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয় করেন দীঘি। সিনেমা দুটি মুক্তির পর দর্শকপ্রিয়তা পায়নি। বরং নানা কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে দীঘি সফল হলেও নায়িকা দীঘি ব‌্যর্থ—এমন কথা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বলে থাকেন। কিন্তু নায়িকা হিসেবে এখনি নিজেকে ব‌্যর্থ বলতে নারাজ তিনি।

এ বিষয়ে দীঘির ব‌্যাখ‌্যা ‘সফলতা কিংবা ব্যর্থতা বিষয়টি বিবেচনা করার আগে অন্তত ৫-৭টি সিনেমা মুক্তি পাওয়া দরকার। একটা-দুইটা সিনেমা দিয়ে আমি কারো ব‌্যর্থতা-সফলতা বিচার করব না। আমি নায়িকা হয়েছি বেশিদিন হয়নি। সুতরাং এখনি আমাকে ব্যর্থ বলার সুযোগ নেই। আমি কী পারি কী পারি না তা দেখানোর জন‌্য আরেকটু সময় দেয়া হোক। তারপর তারা বলুক আমি ব‌্যর্থ না সফল।

দীঘির পরবর্তী সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। সরকারি অনুদানের এ সিনেমার শুটিং আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ