বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী অবশেষে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। মুম্বই পুলিশের দাবি রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশ সুত্রে জানা যায়, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। জানা যায় তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।
আটককৃত হামলাকারী ব্যাক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশেষ সূত্র থেকে সন্ধান পেয়ে রেল পুলিশ দুটি দল গঠন করে হানা দেয় দুর্গ স্টেশনে। পুরো স্টেশন চত্বর সাদা পোশাকে পুলিশ ঘিরে ফেলে।
এরপর দুর্গ স্টেশনে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ঢুকতেই সন্দেহভাজনকে খুঁজে বের করে আটক করে পুলিশ। তারপরই তার ছবি পাঠানো হয় মুম্বাই পুলিশের কাছে। ছবি দেখে মুম্বাই পুলিশ নিশ্চিত করলে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গ স্টেশনে আরপিএফ ফাঁড়ি থেকে ভিডিও কল করে মুম্বাই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয় এবং সন্দেহভাজনের ছবি দেখানো হয়। সেখান থেকেই নিশ্চিত করা হয় তাকে আটকের খবর।
এদিকে খবর পেয়েই মুম্বাই পুলিশের একটি টিম বিমান ধরে রায়পুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেখান থেকে দুর্গ পৌঁছেই আকাশকে হেফাজতে নেবে মুম্বাই পুলিশ। এখন তাকে কড়া নিরাপত্তায় দুর্গ রেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ