অবশেষে জনপ্রিয় গায়ক অভিনেতা-তাহসান খান তার হবু স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেন তাহসান। ছবিতে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন কনে। ম্যাচিং করা পাঞ্জাবি পরেছে তাহসান। দুজনের মুখের হাসি।
ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন-
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
পোস্টে ভালোবাসার ইমোজির সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন #homeforlife.
এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তাঁর সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’ বিয়ে প্রসঙ্গে শনিবার সকালেই তাহসান জানিয়েছিলেন, সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক সীলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ