সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী। তার গীতিকথায় নতুন বছরের জন্য ৯টি গানের রেকর্ডিং শেষ হয়েছে।
‘জ্বালা মালা’ শিরোনামে গানটি গেয়েছেন লোকগানের বরেণ্য কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক, ‘তোর পিরিতের এতো জ্বালা’ গেয়েছেন অশোক বালা, ‘ঠকাইও আমারে’ গেয়েছেন জান্নাত ইললাম, ‘মন জমিন’ গেয়েছেন পথিক উজ্জ্বল ও পুষ্পিতা মিত্র, ‘সোনা বন্ধু’ ও ‘মনটা আমার’ গেয়েছেন তৃপ্তি খান, ‘ঘেন্না লাগে’ গেয়েছেন সুজন আহমেদ, ‘তুমি বিনে ছন্ন ছাড়া’ গেয়েছেন রায়হান ফকির ও ‘স্মৃতির ফ্রেম’ গেয়েছেন শাহজালাল শান্ত।
গানগুলো বিভিন্ন মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলসহ ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সাইফুল বারী। তিনি বলেন, প্রত্যেকটি গানই আলাদা আলাদা ভালো লাগার। সব ধরণের শ্রোতাদের কথা মাথায় রেখেই লিখেছি। আশাকরি সবার ভালো লাগবে৷
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ