বর্তমান নাটকের অভিনেত্রীদের মধ্যে বেশ মেধাবী শাকিলা পারভীন। নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতেও রয়েছে তার পদচারণা। বছরের শেষপ্রান্তে এসে আরও একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এবার তার গানের শিরোনাম ‘সখী’। মোহাম্মদ আলীর লেখা ও আলভী আল বেরুনীর সুর সংগীতে গানটি গেয়েছেন বেলাল খান ও কর্ণিলা। ‘সখী’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা মো. সামছুল হুদা।
মিউজিক ভিডিওটিতে কাজ করা প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, চলতি বছরে আসলে খুব বেশি কাজ করা হয়নি । তার বাবা একটু অসুস্থ থাকায় তাকে অনেক সময় দিতে হচ্ছে। তাছাড়া মাঝে বেশ কয়েক মাস কাজ তো এমনিতেই বন্ধ ছিল। তবে মো. সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি তার আস্থা রয়েছে। তিনি বলেন, ভীষণ গুছিয়ে কাজ করেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিক। ‘সখী’ গানটির মিউজিক ভিডিওর গল্প এবং নির্মাণশৈলী আমার কাছে খুব ভালো লেগেছে। গানটিও চমৎকার। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের মিউজিক ভিডিওসহ গানটি ভীষণ ভালো লাগবে।
এরইমধ্যে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বিএফডিসিতে সেট ফেলে মিউজিক ভিডিওটির শূটিং সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওটির সম্পাদনায় ও কালারে আছেন টিডি দীপক।
শাকিলা পারভীন অভিনীত সর্বশেষ প্রকাশিত হওয়া নাটক আলমগীর সাগরের ‘ফকির’ ও মামুন অর রশীদের ‘বউ বদল’।
নয়াশতাব্দী/
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ