এ সময়ের মেধাবী নির্মাতা রানা বর্তমানের নির্মাণে আবারও আসছে ‘এতদিন কোথায় ছিলে’। টানা তিনদিন সুটিং শেষ করে টেলিফিল্মটি এখন সম্পাদনার টেবিলে। চলতি মাসেই দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ও ডিজিটাল ফ্ল্যাটফর্মে টেলিফিল্মটি প্রকাশিত হবে।
ত্যাগ বিশ্বাস আর ধৈর্য্য ই একটি সম্পর্ক কতটা মধুর করে, কতটা আপন করে তার উপরেই বুনন ‘এত দিন কোথায় ছিলে’।
টেলিফিকশনটি প্রযোজনা করেছেন দেশের আলোচিত প্রতিষ্ঠান গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান শাহেদ চৌধুরী। এতদিন কোথায় ছিলে টেলিফিল্মটি রচনা করেছেন পোড়ামন টু, লিডার আমি বাংলাদেশসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র লেখক দেলোয়ার হোসেন দিল। চিত্রগ্রহণ করেছেন এ সময়ের ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা। অসাধারণ আলোকসজ্জায় ছিলেন লাইটগ্রাফার কাশেম।
অভিনয় করেছেন সময়ের ব্যাস্ত অভিনেতা, ব্ল্যাক এক্টরস হর্স সোহেল মণ্ডল, ব্যাচেলর পয়েন্টের আলোচিত ও বর্তমান টিভি মিডিয়ার গ্লামার সুইট গার্ল অ্যাক্ট্রেস লামিমা লাম, নাট্যগুরু নিয়াজ মোহাম্মদ তারিক, গুনি অভিনেত্রী হাসিমুন, আনবি রনিও, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম সহ অনেকে। প্রথম দিনের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা আনিচ সিকদারকে। প্রধান সহকারী ছিলেন ওমর ও জবা আক্তার, পার্থ, তুষার ইমরান।
এমনটা বলেছিলেন এ সময়ের মেধাবী নির্মাতা রানা বর্তমান।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ