ছোটপর্দায় একসময় ভুরি ভুরি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান এবং শামীম জামান। তবে সময়ের ফেরে তাদের একসঙ্গে কাজের সংখ্যা কমেছে। দীর্ঘসময় পর ধারাবাহিক নাটক দিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে এই ত্রয়ী।
নাটকের নাম ‘শাদী মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় এই নাটকটি নির্মাণ করছেন শামীম জামান।
নাটকটির ঘোষণা দিয়ে শামীম জামান গণমাধ্যমকে বলেছেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’
নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ ভাইবোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে বিপত্তি।
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন–জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকটি প্রচার শুরু হবে।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ