‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। আর কনসার্ট শুরু হয় বিকেল ৪টার পর থেকে। তবে এত বড় আয়োজনে ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন আয়োজকরা।
আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে দাবি করা হয়, বিকেল সাড়ে ৩টা থেকে কনসার্ট শুরু করতে সক্ষম হয়েছেন তারা। বলা হয়, ভেন্যুতে মেয়েদের জন্য ছিল ফ্রি প্যাড। তাছাড়া বলা হয়েছে, তিন লেয়ারের ব্যারিকেডসহ এলিট ফোর্সের নিরাপত্তার কথা।
এই আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। আর আতিফ আসলাম নিজে মাইকে বলেছিলেন, ‘এই রাতটি সত্যিই ম্যাজিকাল।’
জানা যায়, কনসার্টের মূল ফটকে বিনা টিকিটে ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল অনেকে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশ ও আর্মির সহযোগিতায়।
তবে এত বড় আয়োজনে ভুল ত্রুটির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন আয়োজকরা। তাছাড়া ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট উপহার দেয়ার প্রত্যাশাও জানিয়েছেন তারা।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ