ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধলাঁচান গানে প্রথম দেখা যাবে একঝাক ভেড়ার পাল

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ১২:৪৪

বাংলাদেশে প্রথম ভেড়ারপাল সহ একটি চমৎকার মিউজিক ভিডিও নিয়ে আসছে নাট্য নির্মাতা রানা বতর্মান। নতুন এই সঙ্গীতে কণ্ঠশিল্পী জে‌নিফার গো‌মেজ। এরই মধ্যে সঙ্গীত‌টির মিউজিক ভিডিওর শুটিং শেষ হ‌য়ে সম্পাদনার টে‌বি‌লে।

সঙ্গীতটি টাই‌টেল নাম ‘ধলাঁচান’, গা‌নের কথা লি‌খে‌ছেন ফ‌্যা‌মে‌লি ড্রামাখ‌্যাত নির্মাতা রানা বর্তমান। লি‌রিক্স লেখার পাশাপা‌শি এই সঙ্গীত‌টির ভি‌ডিও নির্মাণ ক‌রে‌ছেন।

রানা ব‌লেন, এধর‌নের সঙ্গীত লিখ‌তে অভ‌্যাস্ত নই, তারপরও মাথা‌মোটা টিকটকার কিংবা রুচী‌হিন দর্শক‌দের জন‌্য প‌রি‌বেশ প‌রি‌স্তি‌তির কার‌ণে লিখ‌তে হয়। আমার সঙ্গে সঙ্গিত শিল্পিও একমত তারপরও ভিউর স্রোতধারায় আমার ক‌বিতা থে‌কে সঙ্গীত রচনা করা। পাশাপা‌শি সি‌মিত প‌রিস‌রে মিউজিক ভি‌ডিও নির্মাণ করা। ত‌বে দর্শক‌দের সঙ্গী‌তের পাশাপা‌শি ভি‌ডিও দে‌খে বি‌নোদন পা‌বে ব‌লে আশা করছি।

ম‌ডেল জন জা‌হিদ সহ নবাগত এক ম‌ডেল‌কে নি‌য়েই নির্মাণ এই ধলাঁচান। সঙ্গীতটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল ডা‌লিম ও রা‌কেশ র‌কি। গানটি প্রযোজনা করছেন কানা‌ডিয়ান প্রবাসী বাংলাদেশি প্রযোজক রিচ গো‌মেজ। কণ্ঠ দি‌য়ে‌ছেন ছাত্র আন্দোলনে ভাইরাল গান আমার ভা‌ই‌রে মার‌লি কেন গা‌নের শি‌ল্পি জে‌নিফার গো‌মেজ।

এ প্রসঙ্গে শিল্পী জেনিফার বলেন, ‘কোন উপলক্ষ ছাড়াই বেশ বড় আয়োজনে তৈরি করা হয়েচ্ছে ধলাঁচান গানটি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ