অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
রোববার (১০ নভেম্বর) উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানাতে শপথ অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছন তিশা।
পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’
তিশা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ অনেকে ফারুকীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, এটা আমার জন্য একটি অভাবনীয় অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি কোনো সরকারি পদ বা চেয়ারে বসবো।
তবে ‘প্রফেসর ইউনূসের কলিগ হওয়া খুবই লোভনীয় বিষয়, ‘না’ বলাটাই মুশকিল। আমি আশা করি, যে কদিন কাজ করবো, কিছু পরিবর্তন ঘটাতে পারবো। পরিবর্তন ঘটাতে পারলেই আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা সফল হবে। আর আমি যদি আমার কাজে কোনো ভুল করি, সবার কাছে আমার একই বক্তব্য, আমার ভুল আমাকে ধরিয়ে দেবেন। এটা মেনে নিয়েই খুশি হব’ বলেও জানান এ উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আরও দুইজন শপথ নিয়েছেন। তারা হলেন- উদ্যোক্তা শেখ বশীরউদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ