ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন লুকে শাকিব

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২১, ০৪:০৩

বর্তমানে জামালপুরে আছেন শাকিব খান। সেখানকার মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় পুরোদমে চলছে ‘গলুই’ সিনেমার শুটিং। এতে অংশ নিতেই জামালপুরে এই চিত্রনায়ক। এমনকি সিনেমার শুটিংয়ে দারুণ এক সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমায় তার লুক প্রকাশ পেয়েছে। লুঙ্গি-ফতুয়া, গলায় তাবিজ ও মাথায় পাগড়ি পরে গ্রামীণ পরিবেশে হয়তো শিগগিরই দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন রুপালি পর্দায়।

জানা গেছে, সিনেমার শুটিং দেখার জন্যেও ভিড় জমিয়েছেন সেখানকার মানুষ। এই আগ্রহ আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন ঢাকাই সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান। শুটিংয়ের সঙ্গে দেশের শীর্ষ নায়কে দেখার সুযোগ তাই জটলাও বেশি। শুটের দৃশ্য নিজের ইউটিউবে প্রকাশ করেছেন চিত্রনায়ক। সেখানে দেখা যাচ্ছে তাকে দেখতে হাজারো মানুষ জটলা বেঁধে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি সামাল দিতে রাখা হয়েছে পুলিশও।

এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। লুঙ্গি পরা শাকিবকে দেখে সেটার একটা ধারণা পাচ্ছেন দর্শক। সিনেমাটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে শাকিব খান জানিয়েছেন, ‘সিনেমাটির গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। সেকারণে প্রতিকূল পরিবেশে শুটিং করছি। শুধুমাত্র কাজটা ভাল করার জন্য এত কষ্ট। আর যেসব ভক্তরা আমাকে দেখার জন্য ভিড় করছেন তাদের প্রতি অনুরোধ, করোনার সময় আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত।’

এস এ হক অলিক জানিয়েছেন, ‘আমাদের টানা শুটের পরিকল্পনা আছে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। ৩৫ থেকে ৪০ দিন লাগবে সিনেমাটির শুট করতে। অভিনয়শিল্পীরা যাওয়া-আসার মধ্যে থাকবেন, যার যখন শুট, তখন তিনি যোগ দেবেন।’

শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকেই।

‘গলুই’ সিনেমার মাধ্যমে প্রথমবার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ