ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাম পাল্টে ‘শিমু’

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২১, ০৭:০০

বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন ও সম্মান অর্জন করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘মেইড ইন বাংলাদেশ’। ২০১৯-এ টরেন্টোতে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। পরে লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিদেশে বাণিজ্যিকভাবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। কিন্তু দেশের দর্শকরা এখনো দেখতে পায়নি ‘মেইড ইন বাংলাদেশ’।

এবার সিনেমাটি দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। সিনেমাটি সেন্সরে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। ‘এফডিসিতে সিনেমাটি নির্মিত হয়নি এবং সিনেমাটির খাতে এফডিসির কোনো পাওনা নেই’ মর্মে অনাপত্তি পত্রও দেয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে। সেই অনাপত্তি পত্রে সিনেমাটির নাম লেখা রয়েছে ‘শিমু’। রুবাইয়াত হোসেন ‘শিমু’ নামের কোনো সিনেমা নির্মাণ করছেন বলে জানা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে রুবাইয়াতের ‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিমু। এ নামেই বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। নাম পরিবর্তন কেন খুব প্রয়োজন ছিল, এ বিষয়ে অবশ্য এখনো পরিচালকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা সংশ্লিষ্ট একজন জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমাটিকে শিমু নাম দেয়া হয়েছে। সিনেমার মূল চরিত্রের নাম শিমু, সে চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নামও রিকিতা নন্দিনী শিমু।

সিনেমার গল্পে দেখা যাবে, শিমু ২৩ বছর বয়সী নারী, যে ঢাকার একটি পোশাক উৎপাদক কারখানার শ্রমিক। কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় শিমু। কারখানার কর্তৃপক্ষ ও নিজ স্বামীর অমতে অধিকার ও ন্যায্য পারিশ্রমিক আদায়ের জন্য নিজ সহকর্মীদের নিয়ে একটি সংঘ গঠনের চেষ্টা করে। অধিকার আদায়ে শিমু দৃঢ় প্রতিজ্ঞ। সিনেমায় আরো অভিনয় করেছেন নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ, মোস্তোফা মনোয়ার, মিতা রহমান, শাহানা গোস্বামীসহ অনেকে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ