মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০
ফাইল ছবি

বাংলাদেশের প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া।

তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য কিছুদিন আগে স্যার ভারতের দিল্লি গিয়েছিলেন। দেশে ফিরে সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যারের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করেন।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিশুতোষ অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত।

বাংলাদেশের চিত্রকলায় তার অবদান ছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। সেজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ