অভিনয়ের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ফেসবুকের পাতায় তুলে ধরেন ব্যক্তিজীবনের নানা ঘটনা।
তারই ধারাবাহিকতায় পরীমণি এবার কথা বললেন, পরিশ্রম নিয়ে। জানিয়েছেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না।
একটি ছবি শেয়ার করে পরীমণি লেখেন- আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।
তিনি আরও বলেন- পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো, ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে- এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ