নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। ব্যক্তিগত জীবন নিয়েও বার বার ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা শিকার হয়েছেন। ‘বিগবস ১৭’- তে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিতর্কের তোপে পড়েছিলেন।
আবারও বিতর্কে জড়ালেন এ কৌতুকশিল্পী। বর্তমানে ঘটনাটি মুম্বাইয়ে অনুষ্ঠিত তার একটি বিষয়ের সঙ্গে জড়িত। সেখানে দর্শকদের সঙ্গে কথা বলার সময় তিনি কোঙ্কনি সম্প্রদায়ের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা নিয়ে বির্তকের শুরু।
সেখানে থাকা কোঙ্কনি সম্প্রদায়ের মানুষেরা এতটাই কষ্ট পেয়েছিলেন যে, মুনাওয়ার ফারুকিকে মারতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেছেন।
এমনকি ক্ষমা না চাইলে তাকে পাকিস্তানে পাঠানোরও হুমকি দেয় তারা। বিষয়টি অন্যদিকে মোড় নিচ্ছে দেখে মুনাওয়ার একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং হাত জোড় করে ক্ষমা চান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখানে কিছু পরিষ্কার করে বলতে এসেছি। কিছুদিন আগে একটি শো নিয়ে এমন রসিকতা করা ঠিক হয়নি। ভিড়ের মধ্যে ছিলাম। কথোপকথন চলছিল দর্শকদের সঙ্গে। সেই সময় কোঙ্কনি জনগণের সম্পর্কে কিছু বেরিয়ে এসেছে। ব্যাপারটা একটু আয়ত্তের বাইরে চলে যায়। কেউ কেউ মনে করেন আমি কোঙ্কনি সম্প্রদায়ের কথা বলেছি। কোঙ্কনি নিয়ে মজা করেছি। এটা আমার কোনোভাবেই উদ্দেশ্য ছিল না।’
স্ট্যান্ড আপ কমেডিয়ান আরও বলেন, ‘আমি এখনও এটা বলতে চাই যে এটি ভিড়ের মধ্যে ঘটেছিল এবং সেই সময় আমার মুখ থেকে কথাটি বেরিয়ে এসেছিল। কিন্তু, আমি বুঝলাম কিছু মানুষের খারাপ লাগছে। তাই একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে এবং আমার কাজ হল মানুষকে হাসানো, আমি চাই না কেউ আঘাত করুক। আমি চাই না যে কেউ কোনও দিক থেকে আঘাত করুক। আমি আমার হৃদয় থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি।’
মুনাওয়ার ফারুকি কোঙ্কনি সম্প্রদায়ের উপর মন্তব্য করার বিবৃতির পরে, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের ট্রাস্টি এবং বিধায়ক সাদা সারাভাঙ্কর এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি মুনাওয়াকে মারধর করার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।
অন্যদিকে, ক্ষুব্ধ বিজেপি নেতা নীতীশ রানেও। তিনি মুনাওয়ারকে ‘সাপ’ বলেছেন এবং তাকে পাকিস্তানে পাঠানোর কথাও বলেছেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ