শেখ হাসিনা সরকার পতনের পর রাস্তা ছেড়েছেন ট্রাফিক পুলিশ। তাদের স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। তাদের ধন্যবাদ জানাতে এসেছিলেন অভিনেত্রী সাবিলা নূর, সাফা কবিরসহ আরও অনেকে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা নূর।
অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিলা বলেন- শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে, তার ঋণ আমরা শোধ করতে পারব না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে।
এই আয়োজনের নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, মোস্তফা মন্ওয়ার, আদনান আল রাজীব, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, আনিকা জাহীন, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ার।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ