ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রদের সঙ্গে নতুন বাংলাদেশের ছবি আঁকলেন ইভানা

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২৪, ১৯:২৭

দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে পথেও নামতে চেয়েছিলেন এই অভিনেত্রী।

রাজধানীর উত্তরায় যেকোনো কাজে তিনি থাকতে চান। অবশেষে সত্যিই রাস্তায় নেমে এলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী। রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি।

এ বিষয়ে পারসা ইভানা বলেন, ‘আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না। শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম। এজন্য পোস্টও দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম। দেয়ালেও ছবি আঁকলাম। নতুন বাংলাদেশের ছবি আঁকছি। সেই দুপুর ১২টার দিকে বেরিয়েছি, এখন বিকেল ৫টায় ফিরলাম।’

নতুন রঙে উত্তর নামে একটি সংগঠনের মাধ্যমে এই কাজে অংশ নেন তিনি। দেয়ালে দেয়ালে নানা রঙের নানা মাত্রার ছবি এঁকেছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

পারসা ইভানা বলেন, আমার মায়ের কাছ থেকে ছবি আঁকা শিখেছি। যখন আমি চতুর্থ শ্রেণিতে পড়ি, তখন থেকেই ছবি আঁকি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ