কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে গতকাল দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের একটি গণমাধ্যমকে কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ বলেন, এই বিজয়ের পুরো কৃতিত্ব ছাত্রদের। ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়েছে। এই বিজয় আমাদের শিক্ষা দিল, প্রতিশোধ, প্রতিহিংসা, ঘৃণার রাজনীতি আর নয়।
তিনি আরও বলেন, সংযম প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখতে হবে। সহিংসতা, হানাহানি, ধ্বংসাত্মক কাজ করা যাবে না। তাজা প্রাণের বলিদানকে মনে রাখতে হবে। ক্ষমতা আঁকড়ে রাখার পরিণাম থেকে শিক্ষা নিতে হবে। দলীয়করণ, চাটুকারিতাকে মনে রাখতে হবে। আমরা যেন এসব না ভুলে যাই।
সবশেষে এই গীতিকার-সুরকার বলেন, এই প্রজন্ম লড়াই করেছে ন্যায্য অধিকার ও মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ