ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

‘আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেনো হই?’

প্রকাশনার সময়: ১৭ জুলাই ২০২৪, ১৫:০০

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের মতামত শেয়ার করছেন। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তিনি লিখেছেন, হয়তো দু-একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। হয় দাবি আদায় হবে, আর না হয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ছয়টি তাজাপ্রাণ। এটার দায়ভার কে বা কারা নেবে?

চমক আরও লিখেছেন, আর কি কোনো কিছুর বিনিময়ে, তাদের ফিরিয়ে আনা যাবে? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেনো হই?

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন।

রিয়া মনি নামের একজন লিখেছেন, আল্লাহ রহমত দান করুক ওদের।

জি এম মোস্তাফা আসিফ লিখেছেন, কোটা নয় মেধা হোক যোগ্যতার মাপকাঠি। নুরুল আমিন লিখেছেন, আল্লাহ সহায়।

তানজিদ নামে আরেকজন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ