ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

একফ্রেমে জায়েদ খান-নুসরাত ফারিয়া

প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৪, ১৭:২২

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। সামাজিকমাধ্যমে পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও।

এবার এই দুজনকে দেখা গেল কানাডায়। সেখানে দুজনেই পারফর্ম করতেই গেছেন। জায়েদ খান নিজেই ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেই পোস্ট নুসরাত ফারিয়ার সঙ্গে একফ্রেমে দেখা গেছে তাদের। আরেকটি ছবিতে তাদের সঙ্গে দেখা যায় জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমিকে। ছবিতে তিনজনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে৷

এর আগেও জায়েদ খানের সঙ্গে নুসরাত ফারিয়াকে দেখা গেছে৷ তারপর এ দু'জনের প্রেমের গুঞ্জন ছড়ায়।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, নুসরাত ফারিয়া আমার সহকর্মী। এসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায়। মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে। ফলে এই চেষ্টা তারা করেই যায়। এসব নিয়ে মাথা ঘামানো যাবে না।

এর আগে জায়েদ খান নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর তাকে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচে। স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ