শুরুটা হয়েছিল ২০০৪ সালের ৮ জুলাই প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’ সিনেমা দিয়ে। এরপর ইন্ডাস্ট্রিতে কেটে গেছে দুই দশক। সম্প্রতি বিষয়টি নিয়ে সোহানা সাবা মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান। অনেক গুণী নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। সামনেও করার ইচ্ছা আছে।
সোহানা সাবা আরও বলেন, মানুষের তো কত ইচ্ছাই থাকে। অভিনেত্রী হিসেবে আমারও তো স্বপ্ন আছে জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করার। শখ, ইচ্ছা ও স্বপ্ন না থাকলে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায়।
এই অভিনেত্রী বলেন, দেখতে দেখতে ২০ বছর কেটে গেল। আমার এই জার্নি নিঃশ্বাস থাকা পর্যন্ত চলবে। কারণ আমি একজন আর্টিস্ট। আর আর্টিস্টের জার্নি কখনও শেষ হয় না। তাই জীবন যতদিন আছে, লাইট-ক্যামেরার সামনে ততদিনই থাকব।
প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু সোহানা সাবার। এরপর ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’,‘বৃহন্নলা’ ও ‘ষড়রিপু’ সিনেমায় কাজ করে রেখেছেন নিজের প্রতিভার ছাপ। হয়েছেন প্রশংসিতও।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ