ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শফিক তুহিনের নতুন ব্যান্ড ‘হ্যালো’

প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২৪, ১২:০১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন এবার নতুন ব্যান্ড গঠন করলেন। তার ব্যান্ডের নাম ‘হ্যালো’। নতুন এই ব্যান্ডদলে রয়েছেন তিনিসহ ছয় সদস্য।

এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, দেশের সংগীতাঙ্গনে আমার ক্যারিয়ার দীর্ঘদিনের। গীতিকার, সুরকারের পাশাপাশি একজন কণ্ঠশিল্পী হিসেবেও আমার পথচলা দীর্ঘদিনের। শ্রোতাদের ভালোবাসাও পাচ্ছি প্রচুর। যেহেতু আমি নিয়মিত স্টেজ শো করি। সেহেতু আমার নিজস্ব একটা মিউজিক লাইনআপ রয়েছে। তাদের নিয়েই মূলত অনুষ্ঠানগুলো করি। তাই ভাবলাম আমার এই সেটআপ নিয়েই একটা ব্যান্ডদল গড়ি। এরপর সবার সঙ্গে আলোচনা করলাম। সবাই আমাকে অভয় দেওয়ার পাশাপাশি উৎসাহও দিলেন। এভাবেই শুরু হলো ‘হ্যালো’ ব্যান্ডের পথচলা ।

তিনি আরও বলেন, আমরা এর মধ্যে বেশ কিছু মৌলিক গানের কাজ হাতে নিয়েছি। সেই সঙ্গে দেশ-বিদেশে কনসার্ট করারও পরিকল্পনা রয়েছে। সবমিলিয়ে শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

‘হ্যালো’ ব্যান্ডে প্রধান ভোকাল হিসেবে রয়েছেন শফিক তুহিন। লিড গিটার: রাজিব মাহতাব দিপু, বেস গিটার: সাজিব মাহতাব নিপু, কি-বোর্ড: ঋষিকেশ রকি, ম্যান্ডলিন: পাভেল ও ড্রামস: তাফসির খান।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ