ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

এখন আমার শেখার সময়

প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২৪, ১০:৫৫

নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় উঠে এসেছেন নাজনীন নাহার নিহা। সাবলীল অভিনয় দিয়ে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে। সম্প্রতি এই অভিনেত্রী কাজসহ নানা বিষয় নিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আমার শেখার সময়। তাই একটু বেছে কাজ করি, যাতে শেখার সময়টা পাই। যদি বেশি কাজ করি তাহলে তো কাজের প্রস্তুতি নিতে সময় পাব না। এ কারণেই আমার কাজের সংখ্যা কম।

নিহা আরও বলেন, ঈদুল আজহায় আমার তিনটি নাটক আসার কথা ছিল। কোনো কারণে একটি আসেনি। ‘লাভ রেইন’ মুক্তি পেয়েছে। আরেকটা কিছুদিনের মধ্যেই আসবে।

সাক্ষাৎকারে অভিনেত্রীর বাস্তবজীবনের প্রেম নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, আমার জীবনে প্রেম-ভালোবাসা বলতে আমার পরিবার। বাবা মা, ছোটবোন এবং আমার কাজ।

প্রসঙ্গত, বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন নিহা। অবসর কাটিয়ে শিগগিরই ফিরবেন কাজে। নতুন কোনো গল্পে, নতুন কোনো নায়কের নায়িকা হয়ে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ