ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাফীর দাবিকে মিথ্যা বললেন দেব

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৪, ১৯:৪৩

সামাজিকমাধ্যম ফেসবুকে ক’দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটি ফটোকার্ড। যেখানে নির্মাতা রায়হান রাফী দাবি করেছেন- ‘তুফান’ সিনেমা মুক্তির পর তার সাফল্য দেখে কলকাতার অভিনেতা দেব ও জিৎ দু’জনেই তার সঙ্গে কাজের প্রস্তাব দিয়েছেন।

বিষয়টি নজরে এসেছে কলকাতার সুপারস্টার দেবের। আর এমন একটি সংবাদের অংশ ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। সঙ্গে লেখেন, নট ট্রু অর্থাৎ সত্য নয়।

আসলেই কী রাফী এমন কথা বলেছেন? খোঁজ নিয়ে জানা যায়, কারো নাম উল্লেখ করে নির্মাতা এমন কোনো কথাই বলেননি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাফী বলেন, আসলো তো অনেকগুলা। এবারও আসতেছে, ‘তুফান’র পর। বড় দুইজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই সিনেমার পর। নাম না বলি। এখনো হ্যাঁ-না কিছুই বলা হয়নি, বসা হয়নি। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন, এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব।

এই মুহূর্তে ওপার বাংলায় বড় দুই স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফী সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ