ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

তরুণ শিল্পীদের সুবর্ণার পরামর্শ

প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২৪, ১২:৩৭

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। মিষ্টি হাসিতে অর্জন করেছেন কয়েক প্রজন্মের ভালোবাসা। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য। অভিনয়ের পাশাপাশি নির্মাতা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক হিসেবেও খ্যাতি রয়েছে। এবার তরুণ অভিনয়শিল্পীদের জন্য পরামর্শ দিলেন এই অভিনেত্রী।

একটি ডিজিটাল প্ল্যাটফর্ম দেওয়া এক সাক্ষাৎকারে সুবর্ণা মুস্তাফা জানান, অভিনয়ে ভালো করতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা তরুণ অভিনয়শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কাজকে সম্মান করা দরকার। শুটিংয়ের কল টাইম ১০টায়। সিনিয়ররা বসে আছেন, অথচ তুমি এসেছ চারটায়। কারণ, তুমি ফ্লেভার অব দ্য মান্থ। এটা করা যাবে না।

ভালো কাজ ছাড়া শিল্পীদের টিকে থাকা খুবই কঠিন বলে মনে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। উদাহরণ হিসেবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কথা বলেন তিনি।

সুবর্ণা মুস্তাফার কথায়- বাঁধনের জীবনের কথাই যদি বলি, সে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। অথচ পড়াশোনাসহ সে সবকিছুতেই ভালো করে গেছে। তাকে নিয়ে কোনো অভিযোগও কারও নেই।

সময়ের মূল্য দিতে শিখতে হবে। তা না হলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া খুবই কঠিন হবে বলে মনে করেন এই গুণী অভিনেত্রী। তবে অভিনয়কে ভালো না লাগলে অভিনয়ে আসার কোনো অর্থ দেখেন না সুবর্ণা মুস্তাফা।

গুণী এই অভিনেত্রীর ভাষ্য- যে কাজই করো, সেটাকে ভালোবেসে করো। যেটা ভালো লাগে, সেটাকে ফ্যাশন হিসেবে নিতে হবে।

মঞ্চ দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন সুবর্ণা মুস্তাফা। এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন। ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন এই তারকা। এছাড়া ‘আজ রবিবার’ নাটকে মুনা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন এই অভিনেত্রী।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ