ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫
কোকাকোলার বিজ্ঞাপন বিতর্ক

অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৪, ১১:০৫

সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ওঠে বয়কটের ডাক। এবার সেই বিজ্ঞাপন বিতর্কের জেরে নিজের ফেসবুক পেজ হারিয়েছেন এই অভিনেতা।

শনিবার (২৯ জুন) সকালে ফেসবুকে জীবনের পেজটির খোঁজ করা হলে তা পাওয়া যায়নি।

সম্প্রতি সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ নামের একটি হ্যাকিং গ্রুপ ফেসবুক পেজে দাবি করে—সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে অংশ নেওয়ার জেরে এমন হামলা চালানো হয়েছে। তবে পেজ হ্যাক করা হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরাইলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরাইলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ