ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে টানা তিনবারের মতো জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এই টালিউড সুপারস্টার। আর সেই মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বুধবার (২৬ জুন) পার্লামেন্টে সাধু বাংলাতে শপথবাক্য পাঠ করেন তিনি।
ভিডিওতে অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট ও কালো প্যান্টে দেবকে কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পরে সেখানে তিনি সাধু বাংলাতে শপথবাক্য পাঠ করেন।
এ সময় দেব বলেন, ঘাটালের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তৃতীয় বার নির্বাচিত করার জন্য। জয় হিন্দ, জয় বাংলা।
এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে জয় লাভ করেছেন এই টালিউড সুপারস্টার।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ