ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

একই ছাদের নিচে বসবাস করছেন বিজয়-তৃষা!

প্রকাশনার সময়: ২৬ জুন ২০২৪, ১৫:১২

দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমাপাড়ায় চলছে অভিনেতা থালাপাতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে নিয়ে আলোচনা-সমালোচনা। গুঞ্জন উঠেছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এবার জানা গেল, শুধু প্রেমেই নয়, লিভইন (বিয়েবহির্ভূত সম্পর্ক) করছেন বিজয়-তৃষা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিজয়-তৃষা। এমনকি এক ছাদের নিচেও নাকি বসবাস করছেন তারা। এমন একটি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকদিন ধরেই নেটিজেনদের মাঝে এই দুই তারকাকে নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। ২৫ জুন যেন সেই আলোচনায় সত্যতার আভাস পেলেন নেটিজেনরা।

২৪ জুন ছিল বিজয়ের জন্মদিন। বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেন অনুরাগীরা। আর এই জন্মদিনের উদযাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। মূলত সেখানেই ফাঁস হয়ে যায়, প্রেম ছাড়িয়ে আরও গভীরে বাসা বেঁধেছে তাদের সম্পর্ক।

গত এক বছরে পর্দার বাইরেও তাদের আবিষ্কার করেছেন পাপারাজ্জিরা। কখনও বিমানবন্দরে, কখনও বা বিজয়ের বাড়িতে একসঙ্গে দেখা গেছে তাদের। আবার কখনও একই অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। কিন্তু তাদের গোপন প্রেমের আঁচ আগেই পেয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, দুজনের মধ্যে শুধু প্রেম নয়, অন্যকিছু।

২০০৫ সালে ‘গিলি’সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন বিজয়-তৃষা। সেই ছবি ব্লকবাস্টার হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে ২০০৮ সালে জুটি বেঁধে অভিনয় করা বন্ধ করে দেন বিজয়-তৃষা।

কারণ, প্রথম সিনেমার সেই রসায়ন নাকি বাস্তবজীবনেও ছায়া ফেলেছিল বিজয়-তৃষার। তাই বিজয়ের পরিবার তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দেয় অভিনতোর ওপরে।

সে সময় তারাও সবটাই গুজব বলে ঘোষণাও করেন জানান, দুজন শুধুই বন্ধু ছাড়া অন্যকিছু নয়। প্রায় ১৫ বছর পর ফের ‘লিও’ সিনেমায় জুটি বাঁধেন বিজয়-তৃষা। দীর্ঘদিন পর তাদের একফ্রেমে দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরাও।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ