ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫

কেনো প্রেম টেকে না তাদের?

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৪, ১৭:২৬

সদ্য ব্রেকআপের পর নতুন গার্লফ্রেন্ড খোঁজার জন্য মেয়েদের ম্যাসেঞ্জারে নক করছেন তৌসিফ। তার কাছে প্রেম বলে কিছু নেই, সবই ক্ষণিকের আকর্ষণ। তাই তার কোনো সর্ম্পকই বেশি দিন টেকে না।

অন্যদিকে প্রচণ্ড রোমান্টিক মেয়ে তটিনী। অল্পতেই প্রেমে পড়ে যান তিনি। সারাক্ষণই একটা ফ্যান্টাসির মধ্যে থাকেন। তবে তারও কোনো প্রেম বেশি দিন থাকে না। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘যেখানে প্রেম নেই’।

মঙ্গলবার (২৫ জুন) নাটকটি প্রচারে আসে।

এখানে তৌসিফের চরিত্রের নাম সাগর, তটিনী অভিনয় করেছেন তন্নি চরিত্রে। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, প্রেম ভালোবাসার সুন্দর একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মিত হয়েছে। এখানে দুটি চরিত্রের মধ্য দিয়ে বাস্তবতা ও কল্পনার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক পুরো নাটকটি দেখলে প্রেম-ভালোবাসার অনেক কিছু আবিস্কার করতে পারবে।

‘যেখানে প্রেম নেই’ নাটকের চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, সৈয়দ নওশীন ইসলামসহ অনেকে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ