মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। সম্প্রতি আরটিভির ‘ঈদ কার্নিভাল’ অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আমি যখন যে কাজটা করি খুব সিরিয়াসলি করি। হোক সেটা মডেলিং, আইন পেশা কিংবা সংসার।
তিনি আরও বলেন, মানুষ যেটা ইচ্ছা বলতেই পারে। আমি সবার কথাই শুনি। কেউ ভালো বললে সুন্দর করে হাসি, থ্যাংক ইউ বলি। গঠনমূলক সমালোচনা করলে নেওয়ার চেষ্টা করি।
এই মডেল-অভিনেত্রীর মতে, লাইফে শর্টকাট বলে কিছু নেই। একেবারেই কিছু নেই। হার্ডওয়ার্ক করতে হবে।
ইমতু রাতিশের উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের সপ্তম দিন (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে আরটিভিতে প্রচারিত হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ