একের পর এক শোবিজে যেন বিয়ের ধুম লেগেছে। শুক্রবার (২১ জুন) বিয়ে করেছেন অভিনেত্রী চমক। ঠিক একই দিনে বিয়ে করলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি পেশায় একজন নাট্যশিল্পী বলে জানা গেছে।
শুক্রবার রাতে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নাদিয়া নিজেই। নিজের ফেসবুকে বিয়ের একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।
প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। পরে বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।
ছবিতে বর-কনে দুজনকেই সাদা পোশাকে দেখা যায়। তবে দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারও উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া। গোলাম সোহরাব দোদুল থেকে শুরু করে নওশীন, আলমগীর নিলয়, ইমতিয়াজ বর্ষণ, সানজু জনসহ শোবিজের বহু তারকাই শুভেচ্ছা জানাচ্ছেন নাদিয়া ও সালমানকে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ