ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

অনুপম খেরের অফিসে চুরি

প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ১০:৪৯

ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে চোর। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা। দুষ্কৃতকারীরা তার অফিসের নাজেহাল অবস্থা করেছে। সেটা ভিডিও করে এক্সে পোস্ট করেছেন অনুপম।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক ভাঙতে না পেরে তুলে নিয়ে গেছে। পাশাপাশি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত একটি সিনেমার নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’

অনুপম খের আরও লেখেন, ‘পুলিশ আসার আগে আমার অফিসের লোকজন ভিডিওটি করেছে। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন।’

ওই ভিডিওতে দেখা যায়, অভিনেতার অফিসের দরজার দুটি তালাই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুজন চোরকে সিন্দুকসহ অন্য সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গেছে।

অনুপম খেরকে সামনে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ চলচ্চিত্রে। পাশাপাশি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে পরিচালনায় ফিরছেন অনুপম খের। প্রায় ২০ বছর পর এই সিনেমার হাত ধরে পরিচালনায় ফিরছেন অনুপম।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ