এবার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন লুকে ধরা দিলেন জিৎ। পরিচালক নীরজ পাণ্ডে পরিচালিক ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ -এ অভিনয় করার সময় এ নতুন লুকে দেখা গেছে তাকে। ক্যামেরার সামনে আসতেই পুরোদমে অ্যাকশন মুডে জিৎ। একেবারে পাওয়ার প্যাকড হিরো যাকে বলে।
বুধবার (১৯ জুন) কলকাতার শ্যামবাজারে শুটিং করার সময় মোটা গোঁফ, সুঠাম চেহারা রাগী পুলিশের চরিত্রে ক্যামেরাবন্দি হয়েছেন এ নায়ক। কখনো খাঁকি পোশাক তো কখনও আবার সাদা ফর্মালে।
এদিন শ্যামবাজারে শুটিং স্পটে জিৎকে দেখার জন্য আশেপাশের বাড়ির বারান্দা, ছাদে সব জায়গাতেই কৌতূহলী দর্শকদের ভিড় ছিল। তার মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশি। প্রায় প্রত্যেকেই নিজের ঘরের কাজ ফেলে ছুটে এসেছিলেন। এ অভিনেতা শুটিংয়ের ফাঁকে হাসি মুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানিয়েছেন।
সিরিজটি রিয়েলেস্টিক করার জন্য কোনো কিছু বাদ রাখেননি নির্মাতারা। গল্পের সাথে মিল রেখে চলছে শুটিং। বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। এর আগে পরিচালক শ্যামবাজারের মোহনলাল স্ট্রিট ঘুরে দেখেন।
এই সিরিজে জিতের পাশাপাশি দেখা যেতে পারে প্রসেনজিৎ, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়কেও। সিরিজে অভিনয় করতে পারেন শোলাঙ্কি রায় ও চিত্রাঙ্গদা শতরূপা।
‘খাকি দ্য বিহার চ্যাপ্টার’ দেখার পর থেকেই দ্বিগুণ হয়ে উঠেছে ভক্তদের আশা। করন ট্যাকার অভিনীত সেই সিরিজকে দারুণ পছন্দ করেছিল দর্শক। আশা করা যায়, বেঙ্গল চ্যাপ্টারকেও একইরকম ভালোবাসা দেবে মানুষ।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ